জেলা সদর হাসপাতাল, রাজবাড়ীর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। রাজবাড়ী জেলার জনগনের স্বাস্থ্য সেবার উন্নয়নে জেলা সদর হাসপাতাল, রাজবাড়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগনের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে জেলার স্বাস্থ্য বিভাগের সার্বিক চিত্র তুলে ধরতে এবং জনগনের সাথে আরো ফলপ্রসূভাবে যোগাযোগ করাই এই পোর্টালের উদ্দেশ্য। আপনাদের মূল্যবান যেকোনো পরামর্শ, ও মতামত আমাদের কাজকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।
সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নতির পাশাপাশি সেবার মান ও পরিধি বৃদ্ধি করা হবে। সকল সেক্টর/বিভাগে লজিষ্টিক সাপোর্ট বাড়ানোর প্রচেষ্টা থাকবে। স্বাস্থ্য সেবা ও হাসপাতাল ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নেয়া হবে। হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি টেকসই, আধুনিক, স্হিতিশীল এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এছাড়াও পুষ্টি কার্যক্রম জোরদারকরণ এবং শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুহার কমিয়ে আনার জন্য নানাবিধ কাযর্ক্রম নেওয়া হবে। স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো ও গতিশীলতা আনয়ন করা হবে। ২৫০ শয্যা হাসপাতালের নতুন বিল্ডিং উদ্বোধনসহ অধিক সংখ্যক রোগীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস